|
---|
নিজস্ব সংবাদদাতা : ‘আর্টভার্স’ আয়োজিত ছবি, ভাস্কর্য এবং স্থিরচিত্রের ছ’দিনব্যাপী ‘কালারস্ অফ উইন্টার’ প্রদর্শনী শুরু হয়ে গেল বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারে।বর্ণময় এই প্রদর্শনীতে রয়েছে ৬৮জন শিল্পীর ১৭৬টি ছবি, স্থিরচিত্র এবং ৪টি ভাষ্কর্য। এই ছবিগুলিতে যেমন ধরা পড়েছ প্রেম, বিরহ, যন্ত্রণা, দেখার তির্যক দৃষ্টি। তেমনি আছে সমাজ চেতনা, পশুপ্রেম এবং অবশ্যই বিমূর্ত শিল্পকর্ম।জ্বালিয়ে উৎসবের সূচনা করেন বাংলা ছায়াছবির বিশিষ্ট অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রপরিচালক গৌতম ঘোষ, তাপস কোনার, বাদল পাল, সন্দীপ চ্যাটার্জি, মলয় দাস, শিখা রায়, বিমান নাগ, প্রশান্ত কুমার বসু, সুব্রত দাস এবং সুজিত কুমার ঘোষের মতো প্রথিতযশা শিল্পীরা। ছিলেন হাওড়ার ডেপুটি পুলিশ কমিশনার দ্যুতিমান ভট্টাচার্য।এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন প্রতিথযশা শিল্পীদের পাশাপাশি সুদীপ্ত অধিকারী, কাশ্যপ রায়, মূর্ছনা বন্দ্যোপাধ্যায়, রাকেশ কুমার, সৌরিন কর্মকার, আয়ুস ব্যানার্জি, সাহেবা খাতুন, অনন্যা দত্ত, সুমিতা আইয়ুব, নীলিনা গুহ, সায়ন্তিকা দাশগুপ্ত, সমীরণ প্রামানিকের মতো এক ঝাঁক তরুণ মুখও।বহুদিন আগে থেকেই ছবির বাজার মন্দা হলেও এবং অতিমারির কারণে সেই বাজার একদম মুখ থুবড়ে পড়লেও, ‘আর্টভার্স-এর প্রেসিডেন্ট শুভঙ্কর সিংহ আশাবাদী, তার অন্যান্য প্রদর্শনীর মতো এই প্রদর্শনী থেকেও বিক্রি হয়ে যাবে বেশ কিছু শিল্পকর্ম। প্রথম দিনেই বিক্রি হয়ে গেছে দু’-দুটি ছবি।সারা বছর ধরে কেন এই প্রদর্শনীর আয়োজন করেন তিনি? এই প্রসঙ্গে শুভঙ্কর জানালেন, তিনি এই ছবি প্রদর্শনীর মধ্যে দিয়েই সাধারণ মানুষকে ছবি দেখার শুধু অভ্যাসই গড়ে তুলতে চাইছেন না, চাইছেন ছবির বাজার চাঙ্গা করতে। অর্থাৎ সাধারণ জনগণের মধ্যে ছবি দেখা এবং কেনার একটা প্রবণতা তৈরি করতে চাইছেন। আর এটা করতে পারলেই পরবর্তী ছবি আঁকার ইচ্ছেটাকে শিল্পীদের মনে তিনি চাগিয়ে দেতে পারবেন। আর তাহলেই মানসিক ও আর্থিকভাবেও উঠে দাঁড়াতে পারবেন শিল্পীরা। আর্টভার্স-এর এই ছবি প্রদর্শনীর মূল উদ্দেশ্যই এটা।