শিলিগুড়ি মহকুমা নির্বাচন ও জিটিএ নির্বাচনে তৃণমূল প্রার্থী ঘোষণা মন্ত্রী অরূপ বিশ্বাসের

শিলিগুড়ি: শিলিগুড়ি মহকুমা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি পাহাড়ের জিটিএ নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১০ টি আসনে প্রতিদ্বন্দ্বীতা করবে এবং সেই ১০টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন মন্ত্রী অরূপ বিশ্বাস । এবার জিটিএ নির্বাচনে প্রার্থী হচ্ছে পাহাড়ের তৃণমূল নেতা বিনয় তামাং ।

    উল্লেখ্য গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের নির্বাচনে ৪৫ টি আসন রয়েছে । অন্যদিকে ইতিমধ্যেই অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৪৫টি আসনে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছে । অন্যদিকে শিলিগুড়ি মহকুমা পরিষদের ৯ টি আসনের লড়াই , ৪ টি গ্রাম পঞ্চায়েত সমিতির মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া,খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির জন্য ৬৬টি আসন, ২২টি গ্রাম পঞ্চায়েতের জন্য ৪৬২টি আসনের লড়াই ।

    প্রত্যেকটি আসনেই প্রার্থী দেখছে তৃণমূল কংগ্রেস বলে জানালেন অরূপ বিশ্বাস। এদিনই প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি। রবিবার শিলিগুড়ির দার্জিলিং জেলা তৃণমূল জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে জানান অরূপ বিশ্বাস। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন শান্তা ছেত্রী , এলবি রাই , পাপিয়া ঘোষ , গৌতম দেব , প্রতুল চক্রবর্তী , রঞ্জন সরকার প্রমুখ।এদিন অরুপ বিশ্বাস আরো জানান বিরোধীরা রাজ্যে প্রার্থী খুজে পাচ্ছে না,আর তৃণমূল কংগ্রেসে ঢোকবার জন্য লোকে লাইন দিয়ে তৈরী।