ইউক্রেন থেকে আজ দেশে ফিরে আসল ভুটানের বাসিন্দা অরবিন্দ শেরপা

নিজস্ব সংবাদদাতা : ইউক্রেন থেকে আজ দেশে ফিরে আসল ভুটানের বাসিন্দা অরবিন্দ শেরপা।তার বাবা অশোক শেরপা দার্জিলিং এর বাসিন্দা হলেও লকডাউনের সময় তার পরিবার নিয়ে ভুটানে চলে যান।সেখানে গিয়ে একটি রেস্টুরেন্টে চালান তিনি।তার পুত্র অরবিন্দ ছোটবেলা থেকেই মেধাবী ছিলো।দার্জিলিং থেকে ইষ্কুল ফাইনাল পাশ করে শিলিগুড়িতে একটি বেসরকারী ইনষ্টিটিউট থেকে এম বি এপাশ করে চাকরির জন্য আবেদন করে সে এবং ইউক্রেনের একটি বেসরকারী সংস্থায় উচ্চপদস্থ কর্মচারী হিসাবে যোগ দেয়।তিন বছর কাজ করবার পরে এই বছর রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সম্পর্কের আবনতি হলে তার কোম্পানী তার বাইরে থেকে আসা কর্মচারীদের সবেতন ছুটি দিয়ে দেশে ফিরে যাবার জন্য অনুরোধ করে।কাগজপত্রের সমস্যা তৈরী হওয়ার কারনে দেশে ফিরতে পারছিল না অরবিন্দ আর চিন্তা বাড়ছিল তার পরিবারের।অবশেষে আজ দুপুর তিনটের বিমানে কলকাতা থেকে শিলিগুড়ি এসে পৌছায় সে।তার আগে আজ ভোর ছটায় ইউক্রেন থেকে দিল্লী পৌছে যায় অরবিন্দ।সেখান থেকে কলকাতা এবং অবশেষে শিলিগুড়িতে আসে সে।তার পরিবার আগেই চলে এসেছিল শিলিগুড়িতে।সে জানায় আপাতত সে শিলিগুড়িতেই থাকবে যদি পরিস্থিতির উন্নতি না হয় তবে শিলিগুড়িতেই কাজ করবে সে।আর যদি সব কিছু ঠিক হয়ে যায় তবেই সে আবার ইউক্রেনে ফিরে যাবে।তবে অরবিন্দ জানিয়েছে তার ইউক্রেনের কোম্পানী খুবই ভালো।তারা তাকে প্রচণ্ডভাবে সহযোগীতা করে এসেছে সে আরো জানায় সে কৃতজ্ঞ তাদের প্রতি।