|
---|
বরাবরের মতো আবার মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো অরাজনৈতিক সমাজসেবী সংগঠন “ফুরফুরা ইউনিক ওয়েলফেয়ার ট্রাস্ট”
নতুন গতি প্রতিবেদক : লকডাউন এর মধ্যে অসহায় হতদরীদ্র থেলাসমিয়া রোগাক্রান্ত রোগীকে রক্তদানের ব্যবস্থা করলো উক্ত ট্রাস্ট। জাঙ্গীপাড়া থানার গোপালনগর গ্রামের বাসিন্দা সুনীল ধাড়ার ষোলো বছর বয়সী মেয়ে থেলাসমিয়া রোগাক্রান্ত, গত ২২শে এপ্রিল তার রক্তের দরকার পড়ে। স্বাভাবীক অবস্থায় তাঁরা শ্রীরামপুরের ওয়ালশ্ হসপিটল থেকে রক্ত নিয়ে থাকে কিন্তু এবারে বাধা হয়ে দাঁড়ায় লক ডাউন। গনপরিবহন বন্ধ থাকায় তাঁরা হসপিটলে যেতে পারছিলেন না, আবার গাড়ি ভাড়া করে যাবার সামর্থ তাঁদের নেই। এমনই অসহায় অবস্থায় তাঁরা যোগাযোগ করেন ইউনিক ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার সমাজসেবী মণি’দার সঙ্গে। ঘটনাটি জানার পর ট্রাস্টের পক্ষ থেকে এ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করে রোগীনী কে ওয়ালশ্ হসপিটলে পাঠানো হয় এবং রক্তের ব্যবস্থাও করা হয়।
এমন দূর্দিনে অসহায় অবস্থায় ফুরফুরা ইউনিক ওয়েলফেয়ার ট্রাস্টে তথা সমাজসেবী মণি’দার সাহায্য ও সহযোগীতা পেয়ে দরীদ্র সুনীল ধাড়া যারপরনাই আপ্লুত। তিনি বারবার ট্রাস্ট ও কর্ণধার মণি’দার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মুফতি গোলাম হাবিব (মণি’দা) বলেন -‘আর্তের সেবাই আমাদের ট্রাস্টের মূল মন্ত্র, ভবিষ্যতে এভাবেই সমাজসেবা মূলক কাজ করে যেতে চাই’।