পূর্ব ঘোষণা মত রেল যাত্রীদের ভ্যাকসিন প্রদান শুরু হল সোনারপুর সহ বিভিন্ন রেল ষ্টেশনে

সাকিব হাসান,সোনারপুর: রাজ্যে সম্ভবত এই প্রথম রেলযাত্রীদের জন্য স্টেশনেই টিকাকরণের উদ্যোগ নেওয়া হল। শিয়ালদহ দক্ষিণ শাখার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর, সুভাষগ্রাম, নরেন্দ্রপুর ও গড়িয়া রেল স্টেশনে এই ব্যবস্থা করা হয়েছে। রাজপুর সোনারপুর পুরসভার তরফে নেওয়া হয়েছে এই উদ্যোগ। মূলতঃ সুপার স্প্রেডার হিসাবে রেল যাত্রীদের ভ্যাকসিন দেওয়ার জন্যই এই উদ্যোগ। বারুইপুরের মহকুমা শাসক সুমন পোদ্দার বলেন, ‘ভিড়ে ঠাসাঠাসি হয়ে যে ভাবে রেল যাত্রীরা নিত্য যাতায়াত করেন সুপার স্প্রেডার হিসাবে ওঁদের টিকাকরণের দরকার। তাই রাজপুর-সোনারপুর পুরসভার উদ্যোগে ভ্যাকসিন ওন হুইলের মাধ্যমে স্টেশনের বাইরেও যাত্রীরা টিকা নিতে পারবেন। করোনা অতিমারি রুখতে স্বাস্থ্য দপ্তর ও পুরসভার এটা ভাল উদ্যোগ।