রায়দীঘি বিধানসভাতে তৃণমুল থেকে আগত সান্তনু বাপুলিকে বিজেপি প্রার্থী করায়, ক্ষোভে নির্দল প্রার্থীতে লড়বেন আদি বিজেপি কর্মী সৌভিক বাপুলি

রায়দীঘি বিধানসভাতে তৃণমুল থেকে আগত সান্তনু বাপুলিকে বিজেপি প্রার্থী করায়, ক্ষোভে নির্দল প্রার্থীতে লড়বেন আদি বিজেপি কর্মী সৌভিক বাপুলি

    বাইজিদ মন্ডল, রায়দীঘি: সামনে বিধানসভা নির্বাচনে বিধায়ক পদপ্রার্থী হিসেবে রায়দীঘি থেকে নির্দল প্রার্থী হয়ে দেখা যাবে সৌভিক বাপূলি কে, মনোনয়ন পত্র এসডিও অফিসে এসে মহকুমা শাসক সুকান্ত সাহার হাতে নমিনেশন জমা দিয়ে যান। বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে বিজেপির (BJP) প্রার্থী তালিকাকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েছে রাজ্য নেতৃত্বরা, কোথাও দল থেকে ইস্তফা। কোথাও আবার নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে পড়েছেন বহু বিজেপি নেতা।  একাধিক জায়গায় প্রবল বিক্ষোভ দেখা যায় যেমন রায়দীঘি, ডায়মন্ড হারবার, ফলতা সহ একাধিক বিধানসভায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত তাই স্বাভাবিক ভাবেই মাথা ব্যাথার কারন হয়ে উঠেছে রাজ্যের শীর্ষে নেতৃত্বের। তাদের মূলত একটাই দাবি ভূমি পুত্র কে প্রার্থী করা। তৃণমুল থেকে আগত তাদেরকে প্রার্থী না করা এই পরিস্থিতিতে বিধায়ক তৃণমুল কংগ্রেস থেকে আগত সান্তনু বাপুলী বিজেপি সমর্থন এসে রায়দীঘি বিধানসভা নির্বাচনে টিকিট পাওয়ার পর প্রার্থী পছন্দ না হওয়ার জন্য আদি বিজেপি কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। সেই সূত্রে নিজের দল বিজেপি প্রার্থী হারানোর জন্য, দলের আদি বিজেপি কর্মী সৌভিক বাপুলি রায়দীঘি বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হয়ে লড়বেন। এবং সাংবাদিকদের কে তিনি বলেন, আমরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে আশীর্বাদ ও সালাম জানিয়ে উন্নয়নের লক্ষে মানুষের মূল্যবান ভোটটা আমার জন্য চাইবো এবং তৃণমুল কংগ্রেস থেকে সদ্য আসা দল তেগী সান্তনু বাপুলি উপর একরাশ ক্ষোভ তুলে ধরেন। প্রকৃত বিজেপি দলের সুখ দুঃখের সঙ্গে যুক্ত নেতাকে না প্রার্থী করে। তৃণমুল কংগ্রেস থেকে আগত তাদেরকে প্রার্থী করা হয়। তাই দলকে জবাব দিতে নির্দল প্রার্থী হয়ে বিজেপি প্রার্থী সান্তনু বাপুলিকে হারানোর জন্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম।