|
---|
নিজস্ব সংবাদদাতা: সকালে এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখায় চাঞ্চল্য ছড়াল কুলতলী বিধানসভার অধিনে জয়নগর দুই নম্বর ব্লকের নলগোড়া অঞ্চলের জোড়া বাম্পারে। ঘটনাস্থলে পৌঁছে যায় কুলতলী থানার পুলিশ। ব্যক্তির নাম অশোক প্রামাণিক (৩৫)। পিতা ব্যোমকেশ প্রামানিক। রায়দিঘি থানার কঙ্কন দিঘী তিন নম্বর গেট এলাকার ঘটনা। তিনি পেশায় একজন শেলুনের কারিগর। স্থানীয় বাসিন্দাদের কাছে থেকে তথ্য জানা যায়। কুলতলী থানার পুলিশ রাস্তার ধার থেকে দেহটিকে এনে জয়নগর কুলতলী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে, সেখানে ডাক্তার মৃত ঘোষণা করায় দেহটি কুলতলি থানায় নিয়ে যায়। এবং ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়।