|
---|
নিজস্ব সংবাদদাতা :তারকেশ্বরের জিয়ারা ঘাট ধনেখালির নিশ্চিন্তপুর ঘাট, কালিকাপুর ঘাট এবং কুমরুল অঞ্চলের ফেরিঘাটের বাঁশের সেতুও ভেঙে পড়ল জলের তোড়ে। দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে দামোদর নদের জলের স্তর বাড়তে শুরু করেছে। এর ফলেই দেখা দেয় বিপত্তি। ওই বাঁশের সেতু দিয়েই যাতায়াত করেন বহু সাধারণ মানুষ। বিশেষ করে প্রতি দিন সব্জি চাষিরা তাঁদের কৃষিপণ্য নিয়ে যেতেন বাজারে।