|
---|
নিজস্ব প্রতিবেদক:- জেলা হাসপাতালে ডাক্তার না থাকায় ক্ষোভে ফেটে পড়লেন আউটডোরে থাকা রোগীরা।রোগীদের অভিযোগ দিনের পর দিন এসেও ডাক্তার পাওয়া যায় না।এত গুরুত্বপূর্ণ বিভাগ অথচ ডাক্তার নেই।এই প্রচণ্ড গরমে রোগীরা আসছেন মুলত পেটের সমস্যা এবং গা গরম নিয়ে।যাদের আর্থিক অবস্থা খারাপ তারাই মুলত আসেন হাসপাতালে আর তারাই এসে ফিরে যাচ্ছেন হাসপাতাল থেকে। হাসপাতালের এক অস্থায়ী কর্মীকে জিঞ্জাসা করা হলে তিনি জানালেন ডাক্তারেরা আসছেন যে না তা নয় তবে সময় কম দিচ্ছেন।শিলিগুড়ি জেলা হাসপাতালে সকালস থেকেই ভীড় জমে যায়,অনেক দুর দুর থেকে লোক আসেন হাসপাতালে,আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে ফিরে যাচ্ছেন তারা।আজ সকালে হাসপাতালের সুপারকে জিঞ্জাসা করা হলে তিনি জানান বেশীরভাগ ডাক্তার ছুটিতে আছেন,তাই এই অবস্থা।তবে আজ কালকের মধ্যেই ঠিক হয়ে যাবে।তবৈ এই কথা রোগীরা মানতে নারাজ,তাদের অভিযোগ প্রাইভেট প্রাকটিসের কারনেই হাসপাতালে আসেন না ডাক্তারেরা।তবে সুপার বলেছেন বিষয়টি দেখা হচ্ছে,সব ঠিক হয়ে যাবে বলে আশা করছি আমরা।