|
---|
নিজস্ব সংবাদদাতা : শীতের ভূকুটি নাড়া দিয়েছে দরজায়, উত্তরবঙ্গ ও দক্ষিণ বঙ্গ উভয়বঙ্গের তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নমুখী। দার্জিলিংয়ের আবহাওয়া সব থেকে বেশি মনোরম, সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। কলকাতার সহ পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রির মধ্যে থাকছে। সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ১৮ ডিগ্রির আশেপাশে। আপাতত বেশ কিছুদিন দুই বঙ্গের তাপমাত্রায় শুষ্ক থাকবে। দার্জিলিং ও কালিংপং এর দুই এক জায়গায় দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।