|
---|
সেখ সামসুদ্দিন : পূর্ব বর্ধমানের খন্ডঘোষে শরণ্যা হসপিটালের ব্যবস্থাপনায় পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির সহযোগিতায় আশা ও আলো ফাউন্ডেশনের উদ্যোগে একটি ফ্রী হেলথ চেক আপ ক্যাম্প আয়োজিত হয়। চক্ষু, দন্ত ও মেডিসিন বিভাগের ডাক্তারবাবুরা এদিন এই শিবিরে প্রায় ২ শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেন। পল্লীমঙ্গল সমিতির তরফে সম্পাদক সন্দীপন সরকার জানান মাসে অন্তত ২টি করে স্বাস্থ্য পরীক্ষা শিবির জেলার নানা প্রান্তে করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। গত ডিসেম্বর মাস থেকে এর আগে পাঁচড়া বিবেক সংঘে শিবির অনুষ্ঠিত হয়। আগামী মাসে মেমারি ও বড়শুলে এই শিবির হবে”। এই ক্যাম্প আজ উদ্বোধন করেন খন্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ, বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিল স্থানীয় জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতের সদস্যরা বলে জানান আশা ও আলো ফাউন্ডেশনের তরফে মফিজুল আহাম্মেদ।