|
---|
আজিজুর রহমান,গলসি : গলসি থানার উদ্যোগে দীর্ঘ পাঁচ মাস পর নিজের নিখোঁজ ছেলেকে ফিরে পেলেন আসামের ডিব্রুগড় জেলার টিংথাং থানার দীঘালিয়া গ্রামের বাসিন্দা সোনাহী গগৈ। থানায় এসে বড় ছেলেকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি এবং খুশি হয়ে গলসি থানার ওসিকে সম্বর্ধনা জানান।
তিনি জানান, পড়াশোনার চাপে মানসিক ভারসাম্য হারায় তার বড় ছেলে কল্যাণ গগৈ। প্রায় পাঁচ মাস আগে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। তারা বহু খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। তাকে ফেরত পেয়ে তিনি কথা বলার ভাষা হারিয়ে ফেলেন। প্রতিবেশী অর্জুন শর্মা বলেন, এমন কাজের জন্য গলসি পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, কয়েকদিন আগে গলসি থানা থেকে আসামের টিংথাং থানায় খবর দেওয়া হয় যে, একজন মানসিক ভারসাম্যহীন যুবক তাদের কাছে রয়েছে, যার পরিচয় মিলেছে কল্যাণ গগৈ নামে। এরপর খবর পেয়ে বুধবার সকালে তিনি কল্যাণের পরিবারের সদস্যদের নিয়ে গলসি থানায় পৌঁছালে পুলিশ কল্যাণকে তার পরিবারের হাতে তুলে দেয়। ছেলেকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।