|
---|
মফিজুল হক : ১৬ই জুলাই শুক্রবার, মুশি’দাবাদ জেলার ভগবানগোলার এক নম্বর ব্লকের বিডিও অফিসের সভাগৃহে আসন্ন ঈদ- উল-আযহা (কোরবানী) এই উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতির উপর এক সভা করা হয়। সভাটি সঞ্চলনা করেন ভগবানগোলা এক নম্বর ব্লকের বিডিও শ্রী পুলক মজুমদার। উপস্থিত ছিলেন স্থানিয় বিধায়ক ইদ্রিস আলী, আই সি মহঃ হাসানুজ্জামান,ওসি দীপক হালদার, এক ব্লকের সভাপতি আফরোজ সরকার, তূনমুল কংগ্রেস নেতা মহঃ ইসমাইল, মহাবীর সহ বিভিন্ন মসজিদের ইমাম সাহেবগন।
বিধায়ক ইদ্রিস আলী তাঁর বক্তব্যে বলেন, ভারতবষে’র স্বাধীনতা আনার পিছনে ইমাম সহ মৌলনাদের অবদান কোন অংশে কম নয়। তাই এই সাম্প্রদায়িক সম্প্রীতির বিরাজভুমিকে কিছু সাম্প্রদায়িকের হাতে তুলে দিতে পারবো না। যে কোন মুল্যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানাজী রুখছেন। আসুন আমরা ধম’প্রান হিন্দু মুসলমান মিলে দেশের ধম’নিরপেক্ষতা অক্ষুন্ন রাখার শপথ গ্রহন করি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানাজী’ হাতকে শক্ত করি। তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানাজী’র কথা হিন্দু মুসলিম সকলে মেনে চলেন। সকলের কাছে অনুরোধ সাম্প্রদায়িক বিজেপির ফাঁদে পা দেবেন না।