|
---|
লুতুব আলি : পশ্চিম বর্ধমানের আসানসোল রবীন্দ্রভবনে একদিনের লোকপ্রসার শিল্পীদের নিয়ে কর্মশালার আয়োজন করেছিল পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। অনুষ্ঠানের প্রারম্ভে ডেঙ্গি সচেতনতার বার্তা নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা রবীন্দ্র ভবন থেকে আসানসোল ডি এ বি পাবলিক স্কুল পর্যন্ত পথ পরিক্রমা হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক আজিজুর রহমান। উল্লেখ্য, এদিন ৫০০ জন লোকপ্রসার শিল্পীরা পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে এই কর্মশালায় অংশগ্রহণ করেন। জেলা ও তথ্য সংস্কৃতি আধিকারিক আজিজুর রহমান জানান, লোকপ্রসার শিল্পীরা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের দিকগুলির ব্যাপারে জনগণকে অতি সহজে কিভাবে উপস্থাপনা করবেন তার ওপর কর্মশালা হয়। এই কর্মশালার প্রশিক্ষক বিশিষ্ট সংগীত শিল্পী সোনালী কাজী বলেন, শিল্পীদের সরকার একটি প্ল্যাটফর্ম এনে যে সম্মান দিয়েছেন তা প্রশংসার দাবি রাখে। কর্মশালার অপর এক প্রশিক্ষক বিশিষ্ট লোকশিল্পী রফিকুল ইসলাম জানান, সরকারের ৭০ থেকে ৭৫ টি প্রকল্প আছে। এই প্রকল্প গুলি কিভাবে পরিষেবা পাওয়া যায় তা তুলে ধরাই এই কর্মশালার মুখ্য উদ্দেশ্য। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরী, এ ডি এম জেনারেল হরিশঙ্কর পানিকার, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের শিক্ষা ও তথ্য সংস্কৃতি কর্মাধ্যক্ষ বকুল মন্ডল প্রমুখ।