আসানসোলে রবীন্দ্র চর্চা গ্রুপের রবীন্দ্রজয়ন্তীর বর্ণময় অনুষ্ঠান।

লুতুব আলি, নতুন গতি : আসানসোল রবীন্দ্রনগর ক্লাবে অনুষ্ঠিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকীর বর্ণময় অনুষ্ঠান। আয়োজনে ছিল রবীন্দ্রচর্চা গ্রুপ। আসানসোলের ঐতিহ্যবাহী রবীন্দ্র চর্চা গ্রুপের এই অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উন্মাদনার সঞ্চার হয়। অনুষ্ঠানের নামকরণ করা হয়েছিল “আমাদের শান্তিনিকেতন”। আমাদের শান্তিনিকেতন অনুষ্ঠানটি নিবেদন করে রবীন্দ্র অনুরাগীদের মন ভরিয়ে দিল। কথায়, গানে, নৃত্যে এই অনুষ্ঠানটি আক্ষরিক অর্থে সফল হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা শ্যামল দত্ত, চিত্র পরিচালক আশীষ সেন চৌধুরী, কাজী নজরুল ইসলামের নাতনি তথা বিশিষ্ট সংগীত শিল্পী সোনালী কাজী, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশিষ্ট শিক্ষাবিদ বিশ্বজিৎ সাহা প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে মননশীল নৃত্য, গান, কবিতা পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট শিল্পী রঞ্জিত রায়, সুকৃতিশ নন্দী, পম্পা নন্দী, মল্লিকা গাঙ্গুলী, পুলক গাঙ্গুলী, কল্যাণ রায় চৌধুরী, মিতা গুহ, রুমা দে, সোমা মুখার্জী, মহুয়া সাহা প্রমুখ।