দীর্ঘদিনের উৎসাহ ভাতা না মেলায় ডেপুটেশনে সামিল আশা কর্মীরা

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : বেশ কয়েক মাস ধরে আশাকর্মীরা তাদের পাওনা উৎসাহ ভাতা না পেয়ে,অবশেষে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করল। রাজ্য জুড়ে আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার এ সি এম ও এইচ সি এম ও এইচ অফিসের সম্মুখে বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন সারলেন। রাজ্য জুড়ে আনুমানিক বিশ হাজারের অধিক আশা কর্মী সামিল হয়েছেন এই আন্দোলনে। বর্তমানে অতিবর্ষণে এবং বন্যা কবলিত এলাকার আশাকর্মীরা এক গলা জলে নেমে, ভেলায় চড়ে বাড়ি বাড়ি গিয়ে শিশু ও রোগীদের পরিষেবা দিয়েছেন তা দৃষ্ট আকর্ষণ করেছিল। ভোটের ডিউটি, খেলা,মেলা, দুয়ারে সরকার, ভ্যাকসিন ডিউটি, মূলত কর্মক্ষেত্রে তাদের হেনস্থার শিকার হতে হচ্ছে-বাড়ছে কাজের চাপ। কাজ বাড়লেও মিলছে না সঠিক পারিশ্রমিক দিনের পর দিন। তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে একের পর এক কাজের বোঝা। দীর্ঘদিন ধরে তাদের সঠিক বেতন দেয়া হচ্ছে না, কোভিডে আক্রান্ত আশা কর্মীদের বীমার টাকা দেওয়ার ঘোষণা করলেও তা মেলেনি। কোভিদ ভ্যাকসিন দেওয়ার কাজে নিযুক্ত থাকার জন্য প্রাপ্য অর্থ দেওয়া হচ্ছে না। বুধবার সরকারি ছুটির দিন থাকলেও আশা কর্মীদের ছুটি না থাকলেও ওই দিনের বেতন দিতে হবে। ভোটের ডিউটির টাকা অবিলম্বে দেওয়ার দাবি, সুতির চুড়িদার বা কাপড় দেওয়া এনড্রয়েড ফোন এবং রিচার্জের জন্য প্রতি মাসে ৩০০ টাকা দেওয়া, ফরম্যাট বাতিল করে সরকারি কর্মীর স্বীকৃতি দেওয়া, অসুস্থতা জনিত বা অন্য কোনো কারণে আশা কর্মী ছুটিতে থাকলে তার ফিক্সড টাকা না কাটা সাপ্তাহিক সরকারি ছুটি ঘোষণা করা, নার্সিংহোমে ডেলিভারি হলে তার পারিশ্রমিক আশা কর্মীদের দিতে হবে এমনি দাবি-সব আশাকর্মীদের। দাবিগুলি না মানলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন আশাকর্মীরা এমনি জানালেন রাজ্য সম্পাদিকা।