ভোটের ডিউটি তে আশাকর্মী

ভোটের ডিউটি তে আশাকর্মী

    বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : বিধানসভায় তৃতীয় দফার ৩১ টি আসনে ভোট সংঘটিত হল, বাসন্তী,কুলতলি, মন্দিরবাজার, জয়নগর, বারাইপুর পশ্চিম, বারুইপুর পূর্ব ,ক্যানিং পশ্চিম ,ক্যানিং পূর্ব, মগরাহাট পূর্ব,মগরাহাট পশ্চিম, ডায়মন্ডহারবার, ফলতা ,সাতগাছিয়া, বিষ্ণুপুর দক্ষিণ ২৪ পরগনা, উলুবেরিয়া উত্তর,উলুবেড়িয়াদক্ষিণ,শ্যামপুর,বাগনান,আমতা,উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর, জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুড়শুড়া, আরামবাগ, গোঘাট, খানাকুল , এই সমস্ত বিধানসভার আশা কর্মীরা কোথাও বা এক জন কোথাও বা দুই দায়িত্ব পালন করেছেন।

    বারো ঘন্টার অধিক সময় ধরে আশা কর্মীরা প্রচণ্ড রৌদ্রে দাড়িয়ে ডিউটি করার জন্য কুর্নিশ জানাই।