ক্যালকাটা ইউনিভার্সিটির সম্মুখে আশা কর্মীদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি

ক্যালকাটা ইউনিভার্সিটির সম্মুখে আশা কর্মীদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি

     

     

     

     

     

    বাবলু হাসান লস্কর, দঃ চব্বিশ পরগনা : বিভিন্ন জেলা থেকে আসা কর্মীরা এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচিতে অংশ গ্রহণ করলেন ক্যালকাটা ইউনিভার্সিটির সম্মুখে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা কর্মীরা এখানে জমায়েত হয়েছেন । বিভিন্ন জেলা থেকে হাজার হাজার আশা কর্মীরা জমায়েত হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে। এই মুহূর্তে তেমনি চিত্র দেখা গেল কোলকাতায় । দীর্ঘদিন ধরে লকডাউন, আর করোনা ভাইরাসের প্রকোপ । সাধারণ মানুষ যখন গৃহবন্দি আর সেই মুহূর্তে মানবিকতার নজির গড়েছিলেন আশা কর্মীরা । সাধারণ মানুষ যে মুহূর্তে গৃহবন্দী ছিলেন আর সেই মুহূর্তে আশা কর্মীরা লকডাউনের মধ্যেও নিজেদের জীবন বিপন্ন করে প্রতিটি বাড়িতে বাড়িতে পরিষেবা দিয়েছেন। কোন বাড়িতে কোন ব্যক্তি কেমন অবস্থায় আছে। পেটে অন্য যাচ্ছে কিনা, অসুখে ভুগছে তার সমস্ত পরিচর্যা আশাকর্মীরা করেছেন । নিরলস পরিশ্রমের মধ্যে দিয়ে নিজেদের জীবনের ঝুঁকি কে পাথেয় করে পরিষেবা দিয়ে গিয়েছেন।আর এখনো মেলেনি তাদের স্বীকৃতি। খুবই নগণ্য ভাতা তাদেরকে দেওয়া হয় নিজের জীবন উৎসর্গ করে -তাদের কপালে সামান্যটুকু ভাতা। তা আবার সঠিক পায়না তারা । প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় তাদের বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়।। সাধারণ মানুষের পরিষেবায় নিয়োজিত প্রাণ। মানুষের সেবায় তারা সর্বদায় নিজেদের জীবন উৎসর্গ করছে। আজ তারা তাদের বিভিন্ন দাবির ভিত্তিতে ক্যালকাটা ইউনিভার্সিটির সম্মুখে আসা কর্মীরা গণঅবস্থান সহ ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করেছেন। বিভিন্ন জেলা থেকে জেলার বিভিন্ন ব্লক থেকে আসা কর্মীরা উপস্থিত হয়েছেন আর হাজার হাজার আশার উপস্থিত প্রমান করে ।

     

    এখন দেখার তাঁরা কি তাদের ন্যায্য অধিকার এই মুহূর্তে ফিরে পাবে?