অসহায় মানুষদের পাশে দাঁড়ালো ঋষি অরবিন্দ শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়

সেখ মোহাম্মদ ইমরান,নতুন গতি:-
করোনা পরিস্থিতিতে লকডাউনের সংকট কালে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি ঋষি অরবিন্দ শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়। সোমবার প্রতিষ্ঠানের পক্ষ থেকে মহাবিদ্যালয় সংলগ্ন অরবিন্দ পাঁচখুরি এলাকাকে তিনটি পূর্ব,মধ্য ও পশ্চিম অঞ্চলে বিভক্ত করে করোনা মহামারী মোকাবিলায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রচারের সাথে সাথে, এই এলাকা গুলির দুঃস্থ, অসহায় মানুষদের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

    এছাড়াও গত শনিবার স্থানীয় কুমারপুর, কমলাপুর,ভূতগেড়‍্যা ও পালগেড়‍্যা গ্রামেও করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও দুঃস্থ মানুষদের খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এই কর্মসূচি সুষ্ঠুভাবে রূপায়ণে যাঁরা সহযোগিতা করেছেন তাঁদের কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে, পাশাপাশি গোটা দেশবাসীর মঙ্গলকামনা করা হয়েছে।

    কর্মসূচিগুলোতে কলেজ কর্তৃপক্ষের তরফে বিভিন্ন সময়ে উপস্থিত সভাপতি মিহির বারিক, ডিরেক্টর মৃণাল কান্তি বারিক, সম্পাদক মিঠুন বারিক সহ অন্যান্যরা। উল্লেখ্য এর আগে করোনা মোকাবিলায় এই কলেজের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৭৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।