স্মরণে সংগ্রামের নায়ক অশোক কুমার মাইতি

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর:

    নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সহ সভাপতি তথা জাহালদা জোনাল কমিটির সম্পাদক অশোক কুমার মাইতির স্মরণ সভা অনুষ্ঠিত হল জেলার বার্জটাউনস্থিত কার্যালয়ে। দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে অশোক বাবু পরলোকগমন করেন। তিনি ছিলেন অবিভক্ত মেদিনীপুর জেলার দাঁতন ২নং ব্লকের সাবড়া গ্রামে এক সাধারণ কৃষক পরিবারের সন্তান। মেধা আর অধ্যবসায় তাঁকে অনেক গরিমা দান করে। শিক্ষকতার পাশাপাশি জনবিজ্ঞান আন্দোলন কে জাহালদা সহ গোটা জেলায় ছড়িয়ে দিতে তাঁর শ্রম ও নিষ্ঠা অনুকরণীয়। এক আদর্শ শিক্ষক হয়ে ওঠার মনোবাসনায় তিনি ছিলেন সংঘবদ্ধ ও নিরলস । নবপ্রতিষ্ঠিত খণ্ডরুই প্রাথমিক বিদ্যালয় কে মনের মাধুরী মিশিয়ে গড়ে তুলেছেন অনন্য প্রতিষ্ঠান রুপে। নির্মল বিদ্যালয় পুরষ্কার প্রাপক বিদ্যলয়ের প্রধান শিক্ষক হিসেবে এলাকায় তুমুল জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন।
    এলাকার শিক্ষা, সামাজিক উন্নয়নে তাঁর অবদান লোকে মুখে চর্চিত হয়। শিক্ষক শিক্ষিকা দের পেশাগত সমস্যা সমাধানের জন্য তাঁর আন্তরিক প্রয়াস জারি থাকত।

     

    তিনি নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য পরিষদ সদস্য ও ছিলেন। তাঁকে শ্রদ্ধা জানাতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি দেবাশীষ দত্ত,রাজ্য পরিষদ সদস্য দেবব্রত পানতি
    উপস্থিত ছিলেন।

     

    এদিনের স্মরণসভায় সমিতির ঝাড়গ্রাম জেলার সম্পাদক রূপক মণ্ডল তাঁর বক্তব্যে নবগঠিত ঝাড়গ্রাম জেলার সাংগঠনিক বিষয়ে অশোকবাবুর পরামর্শ স্মরণ করেন।
    এদিনের সভায় অশোকবাবুর জীবন ও কর্মধারা নিয়ে জেলা সম্পাদক ধ্রুশেখর মণ্ডল, মদনমোহন পাত্র, রবীন্দ্রনাথ রায় প্রমুখ বক্তব্য রাখেন। জেলার বিভিন্ন চক্রের শিক্ষক শিক্ষিকা রা সংগঠনের অতি প্রিয় মানুষটির শ্রদ্ধাবাসরে শোকজ্ঞাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রীতিকণা দাস গোষ্মামী।