|
---|
সামসুর রহমান, উস্থি : পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পরিচালনায় “আশুতোষ স্মৃতি ট্রফি” অনুষ্ঠিত হল মগরাহাট-১ ব্লকের অন্তর্গত সরাচি অম্বিকাচরণ হাই স্কুলে। ৮টি স্কুলের ৬ জন করে শিক্ষকদের নিয়ে একটি নক আউট ভলিবল প্রতিযোগিতা হয়। উপস্থিত ছিলেন শিক্ষারত্ন হাজী হায়রত আলী, সুদীপ কুমার হালদার, খায়রুল হক মোল্লা, মগরাহাট-১ ব্লকের নেতৃত্ব তপন চৌধুরী, সঞ্জয় দাস, মিনহাজুর রহমান শাহ প্রমুখ। ব্লক নেতৃত্বদের ঐকান্তিক পরিশ্রমের মাধ্যমে সমগ্র অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
এই খেলায় প্রথম স্থান অর্জন করে সরাচি অম্বিকা চরন হাই স্কুল ও দ্বিতীয় স্থান অর্জন করে শেরপুর রহমানিয়া হাই মাদ্রাসা।
এই খেলা চলাকালীন উপস্থিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অনবদ্য অনেক প্রতিভা ফুটে ওঠে। সরাচি অম্বিকাচরণ হাই স্কুলের প্রধান শিক্ষক নবদ্বীপ হালদার মহাশয়,মড়াপায় সেন্ট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল মাতিন সহ অন্যান্য শিক্ষক বৃন্দের নিজ কন্ঠে হেমন্ত মুখোপাধ্যায় ও একাধিক বিশিষ্ট গায়কের গাওয়া গান পরিবেশন করতে দেখা যায়। পাশাপাশি সরাচি অম্বিকা চরন হাইস্কুলের ইংরাজী শিক্ষক পবিত্র মন্ডল এক অনবদ্য ইতিহাস তৈরি করেন , তিনি তার খেলার মাধ্যমে প্রাপ্ত পুরস্কার ও ফুলের তোড়া সামনে থাকা একটি ছাত্রের হাতে তুলে দেয় এবং বলেন আমরা যখন খেলছিলাম তখন সে আবেগের সঙ্গে করতালি দিয়ে আমাদের উদ্বুদ্ধ করেছিল । যেহেতু আমাদের আগামী ভবিষ্যৎ এগুলি প্রদানের মাধ্যমে তাকে আমি পড়াশুনা,শিক্ষক প্রীতির পাশাপাশি প্রকৃত মানুষ হওয়ার জন্য আশির্বাদ করলাম।
এছাড়া বিশিষ্ট অতিথিদের বক্তব্যের মাধ্যমে সম্প্রীতি, ভ্রাতৃত্ব বোধ, পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্য ও সংস্কৃতির বিকাশের বার্তা সকলের কাছে পৌঁছেদেয়।