আসিফ হত্যা মামলায় ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের থানা ডেপুটেশন

নতুন গতি, হুগলি: ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগে হুগলির চন্ডীতলা থানার খালকুল্লায় আসিফ মল্লিককে পিটিয়ে হত্যা করার বিরুদ্ধে এলাকায় জনরোষ তীব্র হচ্ছে। উল্লেখ্য কয়েকদিন আগে আসিফকে একদল উগ্র ধর্মান্ধ প্রতিক্রিয়াশীল দুষ্কৃতি হত্যা করে। দোষিদের সকলকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে চন্ডীতলা থানায় রবিবার বিকালে ডেপুটেশন দেওয়া হয়। এক প্রশ্নের উত্তরে সংগঠনের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী আলকোরাইশী সাহেব জানান, মব লিঞ্চিং এর বিরুদ্ধে রাজ্য সরকার আইন তৈরি করা সত্ত্বেও এই প্রবণতা বন্ধ হচ্ছেনা। কেবল আইন তৈরী করলে হবেনা, সেই আইনের যথাযথ প্রয়োগ দরকার বলে তিনি মনে করেন। তাঁর দাবি এলাকায় শান্তি – শৃঙ্খলা প্রতিষ্ঠার সর্বোচ্চ উদ্যোগ নিতে হবে প্রশাসনকে। আসিফের পরিবারের একজনকে সরকারি চাকরি ও উপযুক্ত সন্মানজনক ক্ষতিপূরণের দাবি তোলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী।