|
---|
সাহিন হোসেন : মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পাচনপাড়ায় গত ১লা ডিসেম্বর এশিয়ান আইডিয়াল মডেল স্কুলের (এইমস) বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সুসম্পন্ন হল। এদিন নিজস্ব একটি ভবনের শিলান্যাস করেন স্কুল কর্তৃপক্ষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাবিলপুর হাই স্কুলের প্রধান শিক্ষক ও প্রাবন্ধিক মজিবুর রহমান। মজিবুর রহমান আধুনিক শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। সমাজের নানান বিষয়ে জানতে পাঠ্যপুস্তকের বাইরেও ছাত্রছাত্রীদের জ্ঞানার্জন করার কথা আলোচনা করেন। শিক্ষাজগতে ২০১৮ শিক্ষাবর্ষ থেকে কৃতিত্বের সঙ্গে পাঠদান করে চলেছে এইমস বলে জানান স্কুলের কর্ণধার শরীফ হাসান চৌধুরী ।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক আহসানুল হক ।তিনি স্কুলের সার্বিক সাফল্য কামনা করে বক্তব্য রাখেন । এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌমি কাদিয়া, ঈশা মহম্মদ চৌধুরী, মনোজ সরকার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে অভিভাবকদের উপস্থিতিও বেশ ভালো ছিল। প্রতিষ্ঠানের ছোট ছোট ছাত্রছাত্রীরা আবৃত্তি, বক্তব্য, গজল, সূরা পাঠ ও হাস্য কৌতুক পরিবেশনের মাধ্যমে নিজেদের পারদর্শিতা দেখায়। অনুষ্ঠানের মূল আকর্ষন ছিল ‘কন্যাশ্রী’ নাটক।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমিরুল ইসলাম।