|
---|
রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : ১৬ ই সেপ্টেম্বর বৃহস্পতিবারমুর্শিদাবাদের রেজিনগর থানার সিরাজনগরের তেঘরি নজিরপুর ইনস্টিটিউশন এইচ. এস. বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো তরুণ প্রতিবাদী কবি মহাদ্দেস সেখের লেখা এসো প্রতিবাদ করি কাব্য গ্রন্থের আনুষ্ঠানিক শুভ উন্মোচন। বেলা ১১ টার সময় উদ্বোধনী সংগীত এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত ভাষণ দেন আহবায়ক কবি মহাদ্দেস সেখ তিনি বলেন রক্ষক যখন ভক্ষক হয় কেড়ে নেয় সব অধিকার, তখন কলমের কালি জাগ্রত হয়ে বিদ্রোহে করে বারবার। আমি হতে পারি নিরস্ত্র নেই কোন খোলা তলোয়ার, আমার আছে বজ্রকলম জ্বালিয়ে-পুড়িয়ে করে দেবো সব ছারখার। এদিন অনুষ্ঠানে সভাপতির আসন করেন আব্দুস সামাদ, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মিনারুল সেখ ও আব্দুর তাওয়াব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ বার্তা পত্রিকার সম্পাদক রহমতুল্লাহ,মোঃ ইমরান হোসেন সাহিত্য সম্পাদক সবুজ বার্তা সংবাদ পত্রিকা, সাব্বির হোসেন বি.এইচ, ইসরাইল শেখ প্ৰমুখ। এদিন ৫০ জন প্রতিবাদী মুখী কবি লেখকদের উত্তরীয়, ব্যাচ, সার্টিফিকেট, মোমেন্টো দিয়ে সংবর্ধিত করেন আহ্বায়ক কবি মহাদ্দেস সেখ, কবিদের কবিতা পাঠ বক্তব্য ইত্যাদি ছিল চোখে পড়ার মতো, সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন মোঃ ইমরান হোসেন ও আকবর আলী।