অসহায় মানুষের পাশে দাঁড়াতে ‘মুক্তধারা’র অনলাইন প্রতিযোগিতা

সেখ মোহাম্মদ ইমরান,নতুন গতি:-নোভেল করোনা ভাইরাসের কারণে লকডাউন । আর সেই লকডাউনের একঘেঁয়েমি জীবন থেকে কিছুটা মুক্ত বাতাস বইয়ে দিতে গোটা দেশ জুড়ে অন্যান্য সমাজসেবী সংগঠনের মতোই কিছুটা অন্য আঙ্গিকে এগিয়ে এল আনন্দপুরের “মুক্তধারা”। মানবসেবার লক্ষ্যকে সামনে রেখে সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে নিজেদের অন্য ভাবে মেলে ধরেছে তারা। “মুক্তধারা” আয়োজন করে “কোভিড-বনাম-কৃষ্টি ” শীর্ষক অনলাইন প্রতিযোগিতা। এটি নিছক একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা ছিল না ৷ “পৃথিবীর গভীর গভীরতম অসুখ”-এর কালে ঘরবন্দী মানুষকে সৃজনশীল কাজে সংযুক্ত করে তাদের মানসিক সক্ষমতা বজায় রাখা এবং এই প্রতিযোগিতার প্রবেশ মূল্য বাবদ প্রাপ্য অর্থ সংগ্রহ করে এলাকার গরীব ও দুঃস্থ মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করা – এই দুটো উদ্দেশ্যকে সামনে রেখেই এই প্রতিযোগিতার আয়োজন বলে উদ্যোক্তারা জানান।প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ সবাইকে করে দিল মুক্তধারা। “দিন আনি দিন খাই” মানুষদের পাশে দাঁড়িয়ে প্রায় ৭০টি পরিবার ও ১০জন ভবঘুরেকে শুকনো খাবার দেয় তারা। চাল,ডাল,আলু, সোয়াবিন,সাবান, মুড়ি, নিজেদের তৈরি মাস্ক তুলে দেয় তারা। নিয়মিত হাত ধোয়া, মাস্কের ব্যবহারের কথাও তাদের সচেতন করার জন্য বলে।
এরই পাশাপাশি অনলাইনে সঙ্গীত, নৃত্য, অঙ্কন, আবৃত্তি, স্বরচিত কবিতা, প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করে। দুই মেদিনীপুর, হাওড়া, হুগলী, ঝাড়গ্রাম, কলকাতা, পুরুলিয়া, বর্ধমান বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে। প্রতিযোগীদের অনলাইনে শংসাপত্র প্রদান করা হয়েছে।এই সংগঠন আগামী দিনেও অবক্ষয়িত পরিবেশ, সমাজ ও সংস্কৃতি কে উদ্ধারের কাজ চালিয়ে যাবে বলে সংগঠনের সদস্যগন জানান।