অন্যান্যদের সহযোগিতায় অসহায় মানুষের পাশে দাঁড়ালো মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের পরিচালন সমিতি

অন্যান্য অংশীতা অসহায়া রাস্তাঘাট মৌলপাল দেশপ্রদেশ বিদ্যাপীঠের চলচ্চিত্র

    সেখ মাহম্মদ ইমরান: নতুন গতি:

    করোনা সংকটের মধ্যে মানুষের পাশে থাকার বার্তা দিয়ে অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিলি হলো মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের বিদ্যালয় প্রশাসনের উদ্যোগে।শালবনি ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠ সংলগ্ন এলাকায় আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া অনেক মানুষের বাস।বিদ্যালয় পরিচালন সমিতির উদ্যোগে এলাকার কুড়ি-একুশটি গ্রামের মধ্যে সার্ভের ভিত্তিতে মোট একশো পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে এগিয়ে আসেন অবিভক্ত মেদিনীপুরের ঐতিহ্যবাহী সংগঠন ‘মেদিনীপুর সমন্বয় সংস্থা ‘ ও ‘মেদিনীপুরের তরুণ কবিরা” এবং বিদ্যালয়ের বেশ কিছু শুভানুধ্যায়ী ও সহকর্মী।এরই সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেন শালবনী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় মালাকার ও ব্লক প্রশাসন।। পরিকল্পনা অনুযায়ী রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ত্রাণ শিবির থেকে প্রান্তিক একশোটি পরিবারের হাতে চাল, মসুর ডাল, বিস্কুটের প্যাকেট, সর্ষে তেলের প্যাকেট সম্মিলিত ভাবে তুলে দেওয়া হয় পরিবার গুলির হাতে।বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প বিভাগের পক্ষ থেকে প্রতিটি পরিবারের হাতে মাস্ক তুলে দেয়। পাশাপাশি শালবনীর বিডিও’র উদ্যোগে ৫ কেজি করে আলুর প্যাকেট তুলে দেওয়া হয় প্রতি পরিবারের হাতে ।এদিন বিদ্যালয় প্রাঙ্গণে ত্রাণ বিতরণ শিবিরের সূচনা করেন শালবনী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় মালাকার। ১০০ টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি স্থানীয় ৮ টি সংখ্যালঘু পরিবারের হাতে ফল,বিস্কুট তুলে দেওয়া হয় । এদিনের কর্মসূচিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.প্রসূন কুমার পড়িয়া, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি শশাঙ্ক কুমার ধল, সদস্য নীলোৎপল সাউ,বাবলু কোলে,অনল সাহা, ছাত্রাবাসের শিক্ষক সুদীপ চক্রবর্তী,ভরত মাহাত, সমাজকর্মী রবিউল খান, বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প বিভাগের সদস্যগন, বিদ্যালয়ের প্রাক্তনী রুম্পা মাহাত,মৌপিয়া ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। পাশাপাশি সহযোগী সংগঠন মেদিনীপুর সমন্বয় সংস্থার পক্ষে সম্পাদক মৃত্যুঞ্জয় খাটুয়া, কোষাধ্যক্ষ ডা. অরূপ কুমার দাস, অমিতাভ দাস,পরিমল মাহাত ও মনিকাঞ্চন রায় প্রমুখ উপস্থিত ছিলেন । মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ড.প্রসূন কুমার পড়িয়া জানান, করোনা ভাইরাস সংক্রমণের কারণে লকডাউনের ফলে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট সংস্থা ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য এর আগে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী ও পরিচালন সমিতির সদস্যদের সম্মিলিত অনুদানের মাধ্যমে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫১ হাজার টাকা প্রদান করা হয়েছে। এরই সাথে বিদ্যালয় সংলগ্ন এলাকার বিভিন্ন গ্রামে করোনা সচেতনতা বিষয়ে হ্যান্ডবিল বিলি এবং মাইক প্রচার করা হয়েছে। বিডিও সঞ্জয় মালাকার , সমন্বয় সংস্থার সম্পাদক মৃত্যূঞ্জয় খাটুয়া এবং মেদিনীপুরের তরুণ কবিদের পক্ষে অভিনন্দন মুখোপাধ্যায় মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের বিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান। এখানে উল্লেখ্য মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে কলকাতায় মেদিনীপুর ভবন গড়ে উঠেছে এবং সেখানে কমখরচে থাকা যায়।