কর্মী সম্মেলন ও গরীবদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিধায়ক ইদ্রশ আলি।

নিজস্ব সংবাদদাতা : আজ ১৬ই নভেম্বর বুধবার, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, সর্ব ভারতীয় তৃনমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানাজীর নির্দেশে এবং মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলীর সহায়তায় আসন্ন পন্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে কর্মী সম্মেলন এবং গরীবদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী, ভগবানগোলা এক নম্বর ব্লকের সভাপতি আহসানুর রহমান, উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর চাঁদ মহম্মদ, বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা আফরোজ সরকার, পন্চায়েত সমিতির সদস্য কিসমত কোকিল, মোস্তফা কামাল,যুব সভাপতি সুনীল বাহালিয়া,আই এন টি টি ইউ সি এর সভাপতি রেজাউল হক, বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা ও শিক্ষক আবু বক্কর প্রমুখ।
বিধায়ক ইদ্রিস আলী বক্তব্যে বলেন, আসন্ন পন্চায়েত নির্বাচনকে আমরা খুবই গুরুত্বপূর্ণ ভাবে দেখছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সাংসদ অভিষেক ব্যানাজীর সহযোগিতাতায় মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার প্রতিটি ত্রিস্তর পন্চায়েত গঠনে আমরাই সংখ্যাগরিষ্ঠতা লাভ করবো এ কথা বলার কোন অবকাশ রাখে না। আমরা ঐক্যবদ্ব ভাবে লড়াই করে পন্চায়েত এর প্রতিটি আসনকে আমরা উপহার দেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা আমাদের প্রতিজ্ঞা এবং হলফ করে বলতে পারি। ব্লক সভাপতি আহসানুর রহমান বলেন, আমাদের সাম্মনীয় বিধায়ক এর আহ্বানে আমরা ভগবানগোলা বিধানসভার নেতৃত্ব বর্গ সমবেত হয়েছিলাম কিছু দু:স্হ গরীবদের শীত বস্ত্র বিতরণ ও আসন্ন পন্চায়েত নির্বাচনের প্রেক্ষাপটে তৃনমূল স্তরে স্বকীয়তা বাড়াতে এবং বিধায়ক সহ সকল শীর্ষ নেতৃত্বের ঐক্যবদ্ব ভাবে লড়াইয়ে শপথ নিতে ছোট্ট একটি আলোচনায় অংশগ্রহণ করেছিলাম।
উল্লেখ থাকে এই অনুষ্ঠানে মহিলা ও পুরুষ মিলিয়ে পাঁচশো জনকে কম্বল বিতরণ করা হয়।