|
---|
ইয়াহ ইয়া আহমদ বড়ভূঁইয়া(এ এ মামুন),সেপ্টেম্বর: আসামের চারটি সমষ্টিতে আগামী ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে উপনির্বাচন এবং গণনা হবে ২৪ অক্টোবর,যা কংগ্রেস দলের কাছে অস্তিত্বের লড়াই এবং শাসক দল বিজেপি-র কাছে সেমিফাইনাল পরীক্ষা,এনিয়ে জমে উঠছে তরজার লড়াই,আর উপনির্বাচনে আশাপ্রদ ফলাফল না করলে কংগ্রেস একুশের পূর্বে আবারও ব্যাকফুটে চলে যাবে তা আগাম বলা যাচ্ছে। কিন্ত উপনির্বাচনে কংগ্রেস চমকদার ফলাফল করবে বলে প্রবল আশাবাদী প্রদেশ কংগ্রেস ,এমনকি বিজেপি দলের বিভিন্ন ব্যর্থতার চিত্র প্রকাশ্য তুলে ধরে হিমন্ত বাহিনীকে ব্যাকফুটে ঠেলে দিতে কংগ্রেস আপ্রাণ চেষ্টা চালাতে পারে এমন সম্ভাবনা ও রয়েছে, যদিও বাস্তবে কতটুকু কংগ্রেস বিজেপি-র সঙ্গে লড়াইয়ে ঠিকে থাকবে তা এখন লক্ষ টাকার প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। আর এআইইউডিএফ একমাত্র জনিয়া সমষ্টি নিয়ে বাজি ধরবে, অতিতে জনিয়া সমষ্টি এআইইউডিএফের শক্ত ঘাটি হিসাবে পরিচিত থাকলেও গত লোকসভা ভোটে দুর্বল ভূমিতে পরিণত হয় ,কিন্ত এবার আজমল বাহিনী জনিয়া সমষ্টি নিয়ে প্রবল আশাবাদী ,এখন আজমল কোন জাদুতে জনিয়া সমষ্টি কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে আনেন তা এখন দেখার বিষয় । অন্যদিকে রাজ্যের প্রভাবশালী মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরার পাশাপাশি ধর্মীয় কার্ড খেললে অবাক হওয়ার কিছু থাকবে না ,আর বাস্তবে ফলাফল বিজেপির অনুকূলে চলে গেলে সর্বক্ষেত্রে অস্তিত্ব বিপন্ন হতে পারে কংগ্রেসের। উল্লেখ্য আসামের জনিয়া,রাতাবাড়ি রাঙাপাড়া ,সোনারি সমষ্টির চারজন বিধায়ক গত লোকসভা নির্বাচনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন ,চারজনের মধ্যে তিনজন বিজেপি এবং একজন কংগ্রেস দলের টিকিটে জয়ী হয়েছিলেন।