|
---|
আজিজুর রহমান,গলসি : দামদর নদীতে কাঠের সেতু পার করতে গিয়ে বড়সড় বিপত্তি। সেতুর উপর থেকে আচমকা নদীর জলে পড়ল একটি মারুতি ভ্যান। ঘটনায় জেরে গাড়িতে থাকা চালক সহ মোট নয়জন যাত্রী নদীর জলে পরে যায়। আহত হয়েছেন মোট চারজন। স্থানীয় ও ঘাটের কর্মীরা সকলকে উদ্ধার করে প্রথমে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। পরে তাদের চারজনকে বর্ধমান হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয়রা বলেন, গাড়িটি আটপাড়া গ্রাম থেকে বাঁকুড়া জেলার মাদারমুনি গ্রামে একটি বিয়ে বাড়িতে যাচ্ছিল। গাড়িতে চালক ছাড়া আটজন যাত্রী ছিলেন। শিল্লা ও কাশপুরের মাঝামাঝি চন্ডিতলার কাছে দামদর নদীতে ওই সেতুটি নির্মান করেছেন কোন এক বালিঘাট ব্যবসায়ী। তার অনুমান কাঠের সেতুর পাটাতে থাকা পেরেক ঢুকে মারুতি গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। এরপরই আচমকা মারুতিটি পাল্টি খেয়ে নদীর জলে পরে যায়। ঘটনাস্থলে থাকা ঘাটের শ্রমিকরা তড়িঘড়ি জলে নেমে সকলকে উদ্ধার করে পুরসা হাসপাতালে নিয়ে আসে। ঘটনায় আহত হয়েছেন চারজন। তাদের প্রথমে পুরসা ও পরে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থল আসে গলসি থানার পুলিশ। পাশাপাশি বালি ঘাটটি বাঁকুড়া জেলার হওয়ায় ঘটনাস্থলে পাত্রসায়ের থানার পুলিশও এসে তদন্ত শুরু করেছে। এমন ঘটনার জেরে স্তম্ভিত এলাকার মানুষ।