অষ্টমবর্ষ বইমেলা লালগোলাতে

রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের লালগোলা সপ্তবর্ষ বইমেলা শুরু হলো, ৩রা জানুয়ারি রবিবার এম. এন. একাডেমি মাঠে। বইমেলায় চারদিক জুড়ে সেজে উঠেছে স্টলে স্টলে বিভিন্ন লেখক দের বই, সুস্বাদু খাবার, বহু বেসরকারি বিদ্যালয়ের প্রচার পসরা। রয়েছে নিত্যদিনের নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এদিন বই মেলার শুভ উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার কে শবরী রাজকুমার তিনি সকল মানুষকে বই পড়ার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন এবং মেলা থেকে বই সংগ্রহ করার আহ্বান জানান। তিনি জীবনের সার্বিক বিকাশে সাংস্কৃতিক বিষয়গুলির চর্চার উপরেও গুরুত্ব আরোপ করেন। এবছর লালগোলা বই মেলার বিশেষ আকর্ষণ রামনগর নজরুল একাডেমির নজরুল প্রদর্শনী কেন্দ্র। নজরুল জীবনের বিরল ছবি,দুষ্প্রাপ্য ধূমকেতু, লাঙল প্রভৃতি নজরুল সম্পাদিত পত্র পত্রিকা, নজরুলের হস্তলিপি প্রভৃতির প্রদর্শনী।

    উল্লেখ করা যেতে পারে লালগোলা বইমেলা কমিটি বিষয়টির গুরুত্ব অনুধাবন করে প্রতিবছর বিনামূল্যে এই সংস্থাকে প্রয়োজনীয় স্থান দিয়ে থাকে।নজরুল একাডেমির সম্পাদক মুহাম্মদ ইউসুফ আলী সন্তোষ প্রকাশ করেন এবং কমিটির উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানান।