ASUS তার কথা রাখলো

এ.এস.এম মিনহাজুল, নতুন গতি ডিজিটাল ডেস্ক:ল্যাপটপের বাজারে ASUS একটি বহু পরিচিত মুখ।স্মার্ট ফোন দুনিয়ায় ASUS এর প্রথম পদার্পণ ২০১৪ সালে।বাজার চাহিদা অনুযায়ী তারা স্মার্ট ফোন প্রস্তুত করতে থাকে এবং বাজারে বিক্রি করতে থাকে।কিন্তু অন্যান্য স্মার্টফোনের মতো ASUS এর চাহিদা ততটা বৃদ্ধি পেতে থাকে না।

    অবশেষে ২০১৮ সালে বাজার চাহিদা মত দুটি স্মার্টফোন লঞ্চ করে এবং বিক্রি বহুলাংশে বৃদ্ধি প্রাপ্ত হয়। ফোন দুটি হল Asus zenfone Max pro m1 আর Asus zenfone Max pro m2. যাতে অপারেটিং সিস্টেম আছে অ্যান্ড্রয়েড ওরিও কোম্পানির তরফ থেকে প্রতিশ্রুতি দেয়া হয় অ্যান্ড্রয়েড পাই ও অ্যান্ড্রয়েড কিউ আপডেট দেয়া হবে।
    প্রতিশ্রুতি অনুযায়ী কোম্পানি ১৫ এপ্রিল থেকে পাই আপডেট দেবে বলে জানিয়েছে।