|
---|
নিজস্ব সংবাদদাতা : ইতালিতে ভয়াবহ জাহাজ ডুবির ঘটনা, এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৩০ জন অভিবাসীর। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে এই জাহাজ ডুবির ঘটনা ঘটেছে ইতালির পূর্ব উপকূলে। জাহাজটিতে মোট ১০০ জন অভিবাসী ছিলেন বলে জানা গেছে। যার মধ্যে ৫০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, ৩০ জনের মৃত্যুর সংবাদ মিলেছে। এখনো পর্যন্ত কুড়িজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। পাকিস্তান আফগানিস্তান সহ আরো কয়েকটি দেশ থেকে অভিবাসী নিয়ে জাহাজটি ইতালির দিকে যাচ্ছিল, একটি পাথরের চাই এর সঙ্গে ধাক্কা লাগে জাহাজটির, এরপরে জাহাজটি জলে ডুবে যায়।