চৈত্রের শেষলগ্নে চড়চড়িয়ে বাড়ল সোনা এবং রুপোর দাম

নিজস্ব সংবাদদাতা : বৈশাখ থেকে শুরু হবে বিয়ের মরশুম। তার আগে চৈত্রের শেষলগ্নে চড়চড়িয়ে বাড়ল সোনা এবং রুপোর দাম। স্বভাবতই চিন্তার ভাঁজ পড়েছে ক্রেতা এবং খুচরো ব্যবসায়ীদের কপালে। দর বৃদ্ধির ফলে সোনা এবং রুপোর চাহিদা কমবে বলে আশঙ্কা করছেন খুচরো ব্যবসায়ীরা।

    ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম)- ৫৩,৭৫০ টাকা (৫৩,২০০ টাকা)।

    • ২২ ক্যারাট, গয়না সোনা (১০ গ্রাম) – ৫১,০০০ টাকা (৫০,৫০০ টাকা)।

    • ২২ ক্যারাট, হলমার্ক সোনার গয়না (১০ গ্রাম)- ৫১,৭৫০ টাকা (৫১,২৫০ টাকা)।

    • এক কিলোগ্রাম রুপোর বাট – ৬৯,৬৫০ টাকা (৬৮,২০০ টাকা)।

    • এক কিলোগ্রাম খুচরো রুপো – ৬৯,৭৫০ টাকা (৬৮,৩০০ টাকা)।ভারতে সোনা এবং রুপোর দাম

    বুধবার ভারতে ৫৩,০০০ টাকার গণ্ডি ছাড়িয়ে যায় ১০ গ্রাম সোনার দাম। এমসিএক্স সূচকে ১০ গ্রাম হলুদ ধাতুর দাম ০.৩৩ শতাংশ বা ১৭২ টাকা বেড়ে দাঁড়ায় ৫৩,০৫০ টাকা। উত্থান হয় রুপোরও। এক কিলোগ্রাম রুপোর দাম ৪৮০ টাকা বা ০.৭ শতাংশ বেড়ে ঠেকে ৬৯,২৭০ টাকায়। আজ থেকে অবশ্য বাজার বন্ধ থাকছে। সেই আগামী ১৭ এপ্রিল (রবিবার) পর্যন্ত বাজার বন্ধ থাকবে।