|
---|
সেখ মহম্মদ ইমরান, মুর্শিদাবাদ: আগ্রাসী গঙ্গার আক্রোশ আছড়ে পড়ছে মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ থানার অন্তর্গত ধানঘরা ,হিরান্ডপুর, শিবপুর সহ গ্রামের পর গ্রাম জুড়ে। গত ১মাস ধরে গঙ্গা যেন তার আদিম উচ্ছাসে
ভাঙ্গনের খেলায় মেতেছে। গ্রামবাসীবৃন্দ ভাঙ্গন রোধে বালির বস্তা দিচ্ছে কিন্তু তা নিমেষেই তলিয়ে যাচ্ছে। গঙ্গা নদীর ভাঙ্গনের ফলে এখন পর্যন্ত প্রায় তিন শতাধিক বাড়ি গঙ্গার গর্ভে তলিয়ে যাচ্ছে চোখের সামনে। তারা আজ অসহায়। চারিদিকে শুধুই হাহাকার, আর্তনাদ। বাড়ি ঘর জমি জায়গা সব কিছুই শেষ। ঘরে যা সামান্য কিছু খাবার মজুত ছিলো তাও জলের তলায়। থাকার আশ্রয় নেই, প্রতিদিনের সামান্য রুজিটুকুও নেই। পরিবার গুলো ত্রিপলের নীচে দিন কাটাচ্ছে। কেউ বা পড়শী আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। কিন্তু এইভাবে কতদিন?
এই দুঃসময়ে বেলডাঙ্গা থানার সমাজ কল্যাণ মূলক সংগঠন আশার আলো ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন মানুষের সহযোগিতা নিয়ে 110 টি পরিবারের হাতে ত্রাণ তুলে দিয়েছে। এই সংগঠনের পক্ষে মিরাজুল ইসলাম, ইউনুস সেখ,আব্দুর রহিম, সাইদ আনোয়ার, মোস্তাফিজুর সহ অন্যান্যরা উক্ত এলাকায় ত্রান নিয়ে গিয়েছিলেন।
উক্ত এলাকার মানুষের দাবী যে, বিভিন স্বেচ্ছাসেবী সংস্থা তাদেরকে কমবেশি সহযোগিতা করলেও এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো সহযোগিতা করা হয়নি। তাদের আরও দাবী গঙ্গা ভাঙ্গন রোধ করার জন্য শক্তিশালী বাঁধের দরকার আর গৃহহীন মানুষদের স্থায়ী পুনর্বাসনের সুব্যবস্থা করা।