জেলা পুলিশের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হল কর্মরত পুলিশ কর্মীদের কৃতি সন্তানদের

নিজস্ব সংবাদদাতা : জেলা পুলিশের সংবর্ধনা৷ জেলার পুলিশ কর্মীদের পরিবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছেলে মেয়েদের জন্য । তবে জেলা সুপার ছাড়াও তাঁরই নির্দেশে সন্তানদের হাতে সংবর্ধনা তুলে দিলেন মা বাবারা । বেশ কয়েক দিন আগেই প্রকাশ হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল । সেখানে দেখা গিয়েছে ফলাফল ভাল বেশিরভাগ পড়ুয়াদেরই । ফল প্রকাশের পর জেলা পুলিশের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হল কর্মরত পুলিশ কর্মীদের কৃতি সন্তানদের । তাদের হাতে তুলে দেওয়া হলো একটি পুষ্পস্তবক, স্কুল ব্যাগ , স্মারক ও সাথে মিষ্টি মুখ করানো হল পড়ুয়াদের ।ছেলে মেয়েদের এই সাফল্যের পেছনে থাকে মা বাবার কঠোর পরিশ্রম । তাই জেলা সুপারের নির্দেশে পড়ুয়াদের হাতে সংবর্ধনা তুলে দেন মা বাবারা । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি , ডি এস পি ডি এন টি অয়ন সাধু সহ অন্যান্য পুলিশের আধিকারিকরা । তাঁরা এক এক করে সকল কৃতি পড়ুয়াদের হাতে তুলে দেন সংবর্ধনা ।জেলা সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি বলেন , ” পুলিশ পরিবারে অনেক ছেলে মেয়েরা রয়েছে যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভাল ফল করেছে । তাই আমরা জেলা পুলিশের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা জানালাম । তবে এই ছেলে মেয়েদের ভাল ফলের পেছনে থাকে তাদের মা বাবাদের কঠোর পরিশ্রম৷ ছেলে মেয়েদের হাতে তাঁরাই তুলে দিক সংবর্ধনা । তাই পুলিশ আধিকারিক ছাড়াও কৃতি পড়ুয়াদের হাতে সংবর্ধনা তুলে দেন মা বাবারা । এছাড়াও আমাদের একটি প্রয়াস হচ্ছে উড়ান । ভবিষ্যতে এই কৃতি পড়ুয়াদের মধ্যে কেউ এখান থেকে কোচিং নিতে চাইলে সে ব্যবস্থাও আমরা করছি । সবাই যাতে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারে সেই কামনায় রইল । “