একই লাইনে ২ ট্রেন চলে আসায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুহূর্তে

নিজস্ব সংবাদদাতা : একই লাইনে চলে এল ২ ট্রেন। একই লাইনে আপ বর্ধমান লোকাল এবং আপ কাটোয়া লোকাল ঢুকে পড়ে। হুগলি স্টেশনের একই লাইনে দুই লোকাল ট্রেন চলে আসায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুহূর্তে। কাটোয়া লোকালের চালকের সতর্কতার জেরে অবশ্য রক্ষা পায় যাত্রীরা। মঙ্গলবারের রাতের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

    প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রেন চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। রক্ষা পেল লোকাল ট্রেনের যাত্রীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, চুঁচুড়া স্টেশনের ২ নম্বর প্লাটফর্ম থেকে ছেড়ে যাওয়া আপ বর্ধমান লোকাল হুগলি স্টেশন ছেড়ে ব্যান্ডেল স্টেশনের দিকে যাওয়ার সময় কিছুটা গিয়ে দাঁড়িয়ে যায়। তখন ট্রেনের শেষ তিনটি বগি হুগলি স্টেশনে দাঁড়িয়ে ছিল।এরপর পিছনে এসে দাঁড়িয়ে পরে হাওড়া থেকে ছেড়ে আসা ৬টা ৫ মিনিটের আপ কাটোয়া লোকাল। সেই সময়ে দুটি লোকাল ট্রেনের দূরত্ব ছিল মাত্র ২০-৩০ মিটার। কাটোয়া লোকালের চালক দ্রুততার সঙ্গে ট্রেনটি দাঁড় করিয়ে দেন। ঘটনার সাথে সাথে আতঙ্কিত হয়ে পড়ে ট্রেন যাত্রীরা।প্রসঙ্গত, সোমবার বিকেল থেকে শুরু হয়েছে ব্যান্ডেল শাখায় ইলেক্ট্রনিক্স ইন্টারলকিং সিস্টেমে ট্রেন চলাচল। সেক্ষেত্রে, মঙ্গলবার রাতের এই ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে তাজ্জব রেল যাত্রীরা। কীভাবে অফিস টাইমে একই লাইনে পরপর দুটি আপ ট্রেন কম দূরত্বে এসে দাঁড়িয়ে গেল, তা নিয়ে রেল কর্তৃপক্ষ পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে। এ বিষয়ে রেল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।