এই মূহুর্তে বেড়েছে পথ দুর্ঘটনা আতঙ্কে এলাকাবাসী 

এই মূহুর্তে বেড়েছে পথ দুর্ঘটনা আতঙ্কে এলাকাবাসী

     

     

     

     

     

    বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : উন্নত প্রযুক্তির রাস্তা নির্মাণের ফলে,এক্সিডেন্ট এর প্রবণতা অধিকাংশে বেড়েছে এমনই দাবি স্থানীয়দের। দীর্ঘদিন যাবত বেহাল রাস্তা থাকায়,স্থানীয় জনপ্রতিনিধি কিম্বা এলাকার সমাজ কর্মীরা সরকারী দফতরে কোথাও বা ফুল মিষ্টি নিয়ে গান্ধী গিরির মাধ্যমে রাস্তা নির্মাণের দাবি আদায় করেছেন । আবার কোথাও বা রাস্তা অবরোধ করে রাখার পর দাবি আদায় করেছেন,কোন কোন ক্ষেত্রে রাস্তায় মাছ কিম্বা হাঁস ছেড়ে প্রতিবাদ করেছেন ।

     

    দীর্ঘদিনের আন্দোলনের ফসল সরূপ উন্নত মানের রাস্তা হওয়ায় পথ দুর্ঘটনা বেড়েছে । তার উপর দূত গতিতে গাড়ি চালানোর প্রবণতা দেখা মিলছে । জনসংখ্যা বৃদ্ধির ফলে এমনই ঘটনা বলে স্থানীয়রা মনে করছেন । নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর ফলে বেড়েছে পথ দুর্ঘটনা। এক শ্রেণীর মানুষের দাবি পুলিশ প্রশাসনের সজাগে অনেকাংশেই কমতে পারে পথ দুর্ঘটনা। প্রতিনিয়ত দুর্ঘটনা বাড়ায় পরিবারের সদস্যদের প্রতিটি মুহূর্তে আতঙ্ক বেড়েছে । প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এমনই দেখা মিলছে হাত,পা, কিম্বা মাথায় চোট । আগামী দিন গুলিতে সুন্দর ভাবে জীবন কাটুক এই আশায়।