|
---|
সেখ সামসুদ্দিন, ১৬ জুলাইঃ আত্মা প্রকল্পে জামালপুরে কৃষকদের হাতে চাষের সামগ্রী তুলে দেওয়া হয় আজ। জামালপুর ব্লক অফিসে ১৩ টি অঞ্চলের ১৩ জন কৃষকের হাতে এই চাষের সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, বিডিও পার্থ সারথী দে,সহ সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, ব্লক কৃষি আধিকারিক সঞ্জিবুল ইসলাম, বিটিএম পল্লব দাস, আত্মা কমিটির চেয়ারম্যান লালু হেমব্রম, কৃষি কর্মাধক্ষ্য জয়দেব দাস, মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ সুনীল ধারা সহ অন্যান্যরা। কৃষি আধিকারিক সঞ্জিবুল ইসলাম বলেন আজ ব্লকের ১৩ টি পঞ্চায়েতের ১৩ জন কৃষকের হাতে দুটি করে ধামা, একটি করে কাস্তে, টাঙ্গনা, পাশি, লাঙ্গলের ফাল তুলে দেওয়া হয়। সামনের চাষের মরশুমে যেটা চাষীদের খুবই কাজে দেবে। সাধারণ চাষীদের জন্য পাশে সবসময়ই আছে কৃষি দপ্তর। মেহেমুদ খান বলেন সামনেই চাষের মরশুম তাই এই চাষের জিনিসপত্র গুলো চাষীদের খুবই কাজে লাগবে। এই রাজ্য সরকার কৃষক দরদী সরকার। সব সময় চাষ এবং চাষীদের উন্নতির স্বার্থে কাজ করে চলেছে। সরকারী ভাবে এই কৃষি সরঞ্জাম পেয়ে খুবই খুশী এই কৃষকেরা।