বিশ্বভারতী ছাত্র বিক্ষোভ: রেজিস্ট্রারের পর এবার পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ

বীরভূম: যতদিন যাচ্ছে ততই সমস্যা হচ্ছে জটিল। রেজিস্টার এর পর এবার পদত্যাগ করলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ।

    জানা যায়, সোমবার বিকেলে বাংলাদেশ ভবনে গিয়ে বিশ্বভারতীয় রেজিস্ট্রার আশিস আগরওয়াল-সহ বেশ কয়েকজন অধ্যাপককে ঘেরাও করে রাখা হয়৷ বুধবার ভোররাতে কোনও শর্ত ছাড়াই কর্মসচিব আশিস আগরওয়াল-সহ অধ্যাপক, আধিকারিকরা ঘেরাওমুক্ত হন৷

    অতীগ ঘোষের বক্তব্য “আমাদের যেতে দেওয়া হয়েছে৷ নিঃশর্তভাবেই ঘেরাও মুক্ত করে দেওয়া হয়৷ তবে পড়ুয়াদের সঙ্গে কী আলোচনা হয়েছে তা বলতে পারব না৷ কারণ আলোচনা অধ্যাপকদের সঙ্গে হয়েছে৷ বিশ্বভারতী কর্তৃপক্ষ পরবর্তী যা সিদ্ধান্ত নেবে তা জানতে পারলে জানিয়ে দেওয়া হবে।”

    যদিও ছাত্রছাত্রীদের বক্তব্য “কাউকে ঘেরাও করে রাখা হয়নি৷ গেটের সামনে অবস্থান, বিক্ষোভ করেছি। অনেকে চলে গিয়েছেন। আবার অনেকে বাংলাদেশ ভবনের ভিতর বসেছিলেন৷”

    উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে হস্টেল খোলা, অফলাইনে পরীক্ষা নেওয়া-সহ একাধিক দাবিতে গোটা বিশ্বভারতী জুড়ে আন্দোলন করে ছাত্রছাত্রীরা৷ বিশ্বভারতীর তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, পরীক্ষা না দিলে অনুপস্থিত দেখিয়ে ফেল করিয়ে দেওয়া হবে৷ এমনকি মার্কশিটে তার উল্লেখ থাকবে। ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি জারি হতেই আরও উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর৷ তারপরেই ঘেরাও করে রেজিষ্ট্রার আশিস আগরওয়াল-সহ অধ্যাপক ও আধিকারিকরা।