|
---|
মুর্শিদাবাদ ইসলামপুর থানা গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ অগ্নি অস্ত্রসহ চারজন নাটক করেন।
এস ইসলাম,নতুন গতি,মুর্শিদাবাদ:
মুর্শিদাবাদে বিপুল পরিমান অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার চার। রবিবার মুর্শিদাবাদ জেলা পুলিস সুপার শ্রী অজীত সিং যাদব সাংবাদিক সম্মেলন করে বলেন। শনিবার গভীর রাতে ইসলামপুর থানার পুলিস গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুরের তেনাচুরা মোড় থেকে আগ্নেয়াস্ত্র সহ চার ব্যাক্তিকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ৭ টা 7MM পিস্তল, ১টা কার্বাইন, ১টা মাসকেট এবং ৮৫ রাউন্ড তাজা কার্তুজ। ধৃত চার ব্যাক্তির নাম শিলু সেখ, হাসিবুর ইসলাম, সালাম সেখ এবং নুর মহম্মদ। ধৃতরা মুর্শিদাবাদ ও মালদা জেলার বাসিন্দা বলেও জানান পুলিশ সুপার শ্রী অজিত সিংহ যাদব।ধৃতরা অগ্নেয়াস্ত্রগুলি বিক্রি করতে এখানে এসেছিল বলে জানা গেছে। ধৃতদের সোমবার আদালতে তোলা হলে পুলিস ৫ দিনের পুলিসি হেফাজতের আবেদন জানাবে বলে জানানো হয়|