বাড়িতে প্রবেশ করে মহিলা, শিশু সহ ১১ জনের উপর উগ্র হিন্দুত্যবাদির হামলা, নির্যাতিতদের সাথে সাক্ষাত করে আইনি সহায়তার আশ্বাস দিলো “পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া

নতুন গতি, ওয়েব ডেস্ক : আজকের ভারতে মব-অ্যাটাক সাধারণ বিষয়, এমন একটাও দিন বাকি নেই যেই দিন ভারতের মাটিতে কোনো নিরীহ মুসলমান বা দলিতের উপর হামলা হয়না। প্রতিনিয়ত আমরা দেখতে কোনো নিরীহ মুসলমানকে শুধু তার মুসলিম পরিচয়ের কারণে তুলে নিয়ে গিয়ে মর্মান্তিক ভাবে নির্যাতন করে, অধিকাংশকেই পিটিয়ে পিটিয়ে হত্যা করে দেই, কেউ বা বেঁচে ফিরে আসে। প্রত্যেককে জয় শ্রী রাম স্লোগান উচ্চারণ করতে বাধ্য করা হয়।

     

    এতদিন আমরা দেখছিলাম নির্জনে একাই থাকা এক এক করে মুসলমান কে তুলে নিয়ে গিয়ে তাঁরা নির্যাতন করতো এবার তারা সরাসরি বাড়ি ঢুকে আক্রমণ শুরু করে দিয়েছে।

     

    ঘটনা নতুন দিল্লির ইয়ামনা ভিহার এলাকার, যেখানে গত শুক্রবার রাতে ইয়ামিন খান নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে মহিলা শিশু সহ ১১ জন সদস্যের উপর আক্রমণ করে তারা, মহিলাদের জঘন্য ভাবে টরচার করে, প্রত্যেককে গুরুতর আহত। আক্রান্ত পরিবারের সাথে সাক্ষাত করে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া ।

     

    পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার দিল্লী রাজ্য সম্পাদক মুহাম্মদ ইলিয়াস সাহেবের নেতৃত্বে এক দল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার নেতা কর্মী ইয়ামিন খানের পরিবারের সাথে সাক্ষাত করেন, উগ্র হিন্দুত্যবাদিদের হামলার কঠোর ভাবে বিরোধিতা জানান ও আক্রান্ত পরিবারকে আইনি সহায়তার আশ্বাস দেন।

     

    ইয়ামিন খানের পরিবারের তরফে জানানো হয়, তারা মুসলিম সেই কারণেই এক দল উগ্র হিন্দুত্যবাদি “চিতান ভিপিনের নেতৃত্বে তাদের বাড়িতে হামলা করে।সামনের লোহার গেটের কাচ ভেঙে দেয় ও গার্ডকে আক্রান্ত করে বাড়িতে ঢুকে পড়ে মহিলা শিশু সহ সকলের উপর হামলা চালায়, বাড়ির পরিবার পুলিশকে ফোন করতে গেলে দুষ্কৃতীরা পালিয়ে যায়।

    ইয়ামিন খানের বাড়ি সেই ইয়ামনা ভিহার এলাকায় যেই এলাকা কাঁপিয়ে দিয়েছিলো রাজধানী, যেখানে গত বছর ৫৩ জন মারা যায়, অধিকাংশই ছিল মুসলমান।