|
---|
নিজস্বসংবাদদাতা:জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজোর উপর হামলা চালায় আততায়ী , তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এদিন জাপানি সময় সকাল এগারোটা বেজে ৩০ মিনিটে তার উপর হামলা চালানো হয় বলে জানা গেছে।
পশ্চিম জাপানে একটি সভায় বক্তৃতা দেওয়ার সময় আচমকা এক পুরুষ আততায়ী তাকে লক্ষ্য করে গুলি করে। গুলি তার বুকে লাগে, সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে সেখান থেকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করা হয়। গোটা ঘটনায় চাঞ্চল্য নেমে এসেছে।