মহালয়ার রাতেই মসজিদে দুঃসাহসিক চুরি!

নিজস্ব সংবাদদাতা:  কথায় আছে চোরের কোনো ধর্ম হয় না।মহালয়ার রাতেই মসজিদে  শনিবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েত এলাকার রাঙালীভিটা গ্রামের একটি মসজিদের মূল গেটের মোট তিনটি তালা ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। ঐ মসজিদের দানবাস্ক ভেঙে প্রায় ৫০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল।

     

    এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবিতে জানান মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ তোফিল হোসেন সহ অন্যান্যরা। এই চুরির ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ। এলাকায় পুলিশের নজরদারির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।