|
---|
রহমতুল্লাহ, অরঙ্গবাদ : মুর্শিদাবাদের সুতি নাগরিক মঞ্চের উদ্যোগে ১৭ই জানুয়ারি ২০২৪ বুধবার শুরু হয় অরঙ্গবাদ বইমেলা ও সাংস্কৃতিক মিলন উৎসব। শনিবার বইমেলার চতুর্থদিন। প্রথমদিন থেকেই বই প্রেমীদের উপচেপড়া ভিড় রীতিমতো চোখে পড়ছে, শনিবার বইমেলায় বিকেল থেকে কবি কণ্ঠে কবিতা পাঠকরেন কবি লেখকরা সেই সঙ্গে সুস্থ সমাজ গঠনে বইমেলার ভূমিকা বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট জনেরা, এছাড়াও নৃত্য, সংগীত ইত্যাদি ছিল চোখে পড়ার মতো, চতুর্থ দিন বইমেলায় উপস্থিত ছিলেন কাবিলপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, মানস কুমার বৈদ্য , আশরাফ রাজি। গুলজার হোসেন আব্দুস সালাম, ওবাইদুর রহমান প্ৰমুখ সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন সোমনাথ কর, গোলাম কাদের।