|
---|
দেবজিৎ মুখার্জি: রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনার হুমকির পর পাঁচদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ঔরঙ্গজেবের সমাধিক্ষেত্র।
‘আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’র বক্তব্য “নিরাপত্তা আরও বাড়ানোর বন্দোবস্ত করা হয়েছে। সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত পাঁচদিনের জন্য সেটি বন্ধ করে দেওয়া হয়েছে।”
ইতিমধ্যেই, নিরাপত্তা জোরদার করতে মঙ্গলবার থেকেই ৬ জন পুলিশকর্মীকে মোতায়েন করেছে উদ্ধব ঠাকরের সরকার।