|
---|
নিজস্ব সংবাদদাতা :গ্রুপের সব ম্যাচ জিতে সেমিফাইনালে চলে গেল অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারালো অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২৪ রান তোলে।অস্ট্রেলিয়া আঁটোসাটো বোলিংয়ের সামনে সামনে সেই রকম ভাবে কোন আফ্রিকান ব্যাটসম্যান মাথা তুলে দাঁড়াতে পারেনি। পরবর্তীতে একুশ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রাণ তুলে নেয় অস্ট্রেলিয়া। মেকগ্রা অসাধারণ ইনিংস খেলেন, ৩৪ বল খেলে ৫৭ রান করেন তিনি। তার এই ইনিংসের সুবাদে অস্ট্রেলিয়া সহজে প্রয়োজনীয় রান তুলে নেয়। এছাড়া গার্ডেনার করেন ২৯ বলে অপরাজিত ২৮। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সেমিফাইনালে চলে গেল অস্ট্রেলিয়া।