ফ্রান্সের কাছে অস্ট্রেলিয়ার অসহায় আত্মসমর্পণ,খেলার ফল ৪-১

নিজস্ব সংবাদদাতা:  ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ।গ্রিজমান,জিরো,এম বাপে দুর্দান্ত টিম ফ্রাস।তবে অস্ট্রেলিয়া কম নয়, হাল ছাড়ার দল নয়।প্রমাণ পাওয়া গেল মাচ্যের ৯ মিনিটের মাথায় ,গোল করে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। তবে কিছু সময় বাদে সমতা ফেরায় ফ্রান্স, প্রথম হাফ শেষ হবার কিছু সময় আগে জিরোর দুর্দান্ত গোলে ২-১ গোলে এগিয়ে ফ্রান্স। পিছিয়ে পড়েও ম্যাচে দুর্দান্ত ভাবে এগিয়ে যায় ফ্রান্স। রাশিয়া বিশ্বকাপেও অস্ট্রেলিয়াকে হারিয়ে অভিযান শুরু করেছিল ফ্রান্স।খেলার ফল ছিল ফ্রান্সের অনুকূলে ২-১।

     

     

    বিরতির পর আক্রমণের ঝড় তোলে ফ্রান্স, কিলিয়ান এম বাপের গোলে আরো ব্যাবধান বাড়ায়।এরপর ম্যাচের ৭১ মিনিটে জিরোর গোলে ৪-১ ব্যাবধানে এগিয়ে যায়। অস্ট্রেলিয়ার ডিফেন্সকে দিশেহারা লাগছিল ফরাসিদের কাছে।