অটো রোড বন্ধ থাকবে

সেখ আব্দুল আজিম,কোলকাতা : টোটোর দৌড়াতে বন্ধ হল আজ সকাল থেকে বেলঘড়িয়া স্টেশন থেকে বিরাটি স্টেশন পর্যন্ত অটো চলাচল প্রায় প্রতিদিন ১০ থেকে ১৫ হাজারের উপরে মানুষ এক অটো রুটের উপরে নির্ভর করে সেই গুরুত্বপূর্ণ একটি অটো রুট বন্ধ আজ সকাল থেকে যার ফলে প্রচুর যাত্রী সমস্যার মধ্যে পড়তে হয়। গতকাল রাত দশটা নাগাদ বিরাটি ব্রিজের ওঠার মুখে টোটো আলারা আক্রমণ করে বেলঘড়িয়া বিরাটি রুটের অটোচালকদের ঘটনার সূত্রপাত এক টোটো চালকের হাতে আক্রান্ত হয় এক যাত্রী সেই সময় অটো চালকেরা প্রতিবাদ করতে যায় তখন তাদের টোটো চালাতে না আক্রমণ চালায় টোটো চালকদের আক্রমণে ৬থেকে ৭ জন অটোচালক আক্রান্ত হয় আকাশ দে রাকেশ দাস রাহুল দাস মিন্টু দাস সহ আরো দুজন তার মধ্যে দুজন অটোচালক গুরুতরভাবে আক্রান্ত হয় তাদের মাথা ফেটে যায় তার প্রতিবাদে আজ সকাল থেকে বেলঘড়িয়া বিরাটি অটো রুটের চালকেরা অটো রুট বন্ধ করে অবস্থান বিক্ষোভে প্রতিবাদে বসে তাদের একটাই বক্তব্য টোটোদেরকে মেইন রোডে ওঠা নিষিদ্ধ তার পরেও তারা বিভিন্ন মেইনরোডে টোটো নিয়ে চালাচ্ছে অটো চালকদের আরো বক্তব্য আমরা ট্যাক্স প্রদান করি সরকারকে এছাড়াও সরকারের সমস্ত কিছু মেনে আমরা অটো চালায় এই টোট চালকদের দৌড়াতে আমরা অটো চালাতে পারছি না এর একটা ব্যবস্থা নেওয়া পর্যন্ত আমরা এই অটো রুট বন্ধ রাখবো। দীর্ঘদিন ধরে প্রশাসনকে আমরা বলে আসছি তারপরও প্রশাসনের পক্ষ থেকে এই টোটো আলাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না যতক্ষণ না পর্যন্ত এই সমস্যা সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত বেলঘড়িয়া বিরাটি অটো রোড বন্ধ থাকবে।