|
---|
নিজস্ব সংবাদদাতা : রবিবার, বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমি অনুমোদিত তিনটে সাহিত্য পত্রিকার অনুষ্ঠিত একই মঞ্চে হয়ে গেল কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট সভাগৃহে।
বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা সাহিত্যবন্ধু সোমনাথ নাগের পথ ধরে প্রধান উপদেষ্টা ও মেঘদূত সাহিত্য পত্রিকার সম্পাদক সঞ্জয় কুমার মুখোপাধ্যায়ের উদ্যোগে এই সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেয় একাডেমির ছত্রছায়ায় লালিত “মনের মানুষ সাহিত্য পরিবার”, “সাহিত্যে স্বপ্ন উড়ান” ও “মেঘদূত সাহিত্য পত্রিকা”।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি শ্রী সদ্যোজাত, কবি সাহিত্যিক পিনাকী বসু, বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমির উপদেষ্টা কবি মনোরঞ্জন আচার্য, টাট্টুঘোড়া সাহিত্য পত্রিকার সম্পাদক ও কবি সুনীল কিরণ, দীপায়ন সাহিত্য পত্রিকার সম্পাদিকা শিলা বৃষ্টি ও বঙ্গ সাহিত্য পত্রিকার সম্পাদিকা রঙ্গনা পাল, যুগ্ম সাধারণ সম্পাদক শুভম দত্ত ও চঞ্চল মাইতি। এছাড়া উপস্থিত ছিলেন বার্তা সম্পাদক ও ‘অনুভূতির কথায়’-এর সম্পাদক হামিম হোসেন মণ্ডল এবং বার্তা সম্পাদক রাজীব দত্ত।
অনুষ্ঠানে সম্পাদনা ও লিটল ম্যাগাজিন নিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক তন্ময় মণ্ডল। অনুষ্ঠানে বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা সাহিত্যবন্ধু সোমনাথ নাগের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন, স্মৃতিচারণ ও ছবিতে মাল্যদান করা হয়। অতিথি সকল বর্তমান সাহিত্যের প্রাঙ্গনে নানা দিক নিয়ে আলোকপাত করেন। এ ছাড়া পত্রিকা পক্ষে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিদের বক্তব্যে, উদ্বোধনী সংগীত এবং কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান মনোরম হয়ে ওঠে। পত্রিকার গ্রুপে অংশগ্রহণকারী প্রতিযোগিদের থেকে পক্ষ থেকে পাক্ষিক সেরা সম্মান এবং বর্ষসেরা উদীয়মান কবি সম্মান প্রদান করা হয়।