|
---|
সংবাদদাতা: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদিকে বলো জনসংযোগ কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে বাংলায়। দশ লাখ মানুষ সাড়া দিয়েছেন ইতিমধ্যেই। নেত্রীর নির্দেশ ছড়িয়ে দিতে গ্রামে-গঞ্জে জনসংযোগে নেমে পড়েছে কর্মী বাহিনী। এমনই একটি কর্মসূচি হল, পূর্ব বর্ধমান জেলার গলসি ১ ব্লকের শিড়োরাই গ্রামে।দিদি কে বলো জনসংযোগ যাত্রায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী, বিধায়ক অলোক মাজি, ব্লক সভাপতি জাকির হোসেন, পঞ্চায়েত সমিতির সভাপতি রোকেয়া বেগম প্রমুখ। নেতৃবৃন্দ শিড়োরাই গ্রামের ঘরে ঘরে নেত্রীর বার্তা পৌঁছে দেন। তৃণমূল নেতা কাঞ্চন কাজী বলেন, আমরা বাড়িতে বাড়িতে ঘুরছি। মানুষের কোনো অভিযোগ নেই। মানুষ চান আরও উন্নয়ন।